ঢাকামঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের ফুটবল দর্শকদের প্রশংসা করলো ফিফা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৩০, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

চার বছর পর ফুটবল নিয়ে আবার উন্মাদনায় মেতেছে পুরো বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশও। দ্য গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ-এ বুঁদ হয়ে আছেন এ দেশের ফুটবল সমর্থকরা। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার টুইটারে ব্রাজিল সমর্থকদের ছবি প্রকাশ করে বাংলাদেশের ফুটবল দর্শকদের প্রসংশা করলো সংস্থাটি। 

সোমবার (২৮ নভেম্বর) রাতে কাতারের দোহার স্টেডিয়াম ৯৭৪’-এ ‘সি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সুইসদের ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে চলে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গুরুত্বপূর্ণ ওই ম্যাচের প্রথমার্ধে সমানভাবে লড়াই চালিয়ে যায় দুই। কিন্তু দ্বিতীয়ার্ধে সুযোগ হাতছাড়া করেনি ব্রাজিল। সুইসদের জালে বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। আর তাতেই উল্লাসে মেতে উঠেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসীন হল মাঠের সেই দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মূহুর্তের মধ্যেই বাংলাদেশের সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এসব ছবি। বিষয়টি এড়িয়ে যায়নি ফিফার নজর।

ব্রাজিলিয়ান সমর্থকদের এমন চারটি ছবি সংযুক্ত করে ফিফা তার অফিশিয়াল টুইটার পোস্টে লিখেছে, “ফুটবলের মতো আর কোনো কিছুই মানুষকে এভাবে এক করতে পারে না।”

ফিফার ওই পোস্টটি প্রায় আড়াই হাজারবার রি-টুইট করেছেন টুইটার ব্যবহারকারীরা। তাতে কমেন্টে করেছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। তাদের অনেকেই বাংলাদেশের জন্য জানিয়েছেন শুভেচ্ছা। অনেকে আবার বাংলাদেশে ঘুরতে আসার ইচ্ছাও প্রকাশ করেছেন। তারা বলছেন, বাংলাদেশের এমন ফুটবল উন্মাদনা দেখে তারাও মুগ্ধ।

উল্লেখ্য, সুইসদের ১-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার পাশপাশি, জি গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।