চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক হেড মৌলানা, উপমহাদেশের আধ্যাত্মিক জগতের অন্যতম সাধক ও হযরতুলহাজ্ব শাহ্সুফি মৌলানা এম কে ঈছা আহমেদ নকশবন্দি (রাহঃ) এর ২১ তম বার্ষিক ওরশ শরীফ গত ২৮ নভেম্বর ২০২২, সোমবার, পূর্ব গোমদন্ডী, বহদ্দার পাড়াস্থ ঈছা মঞ্জিল দরবার শরীফে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল।
সকাল ৮ টায় বায়তুল করম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন আল কাদেরির পরিচালনায় পবিত্র খতমে কোরআন তেলাওয়াত, সন্ধ্যা ৬ টায় মিলাদ, জিকির মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাত ৭ টায় শাহসুফি মৌলানা এম কে ঈছা আহমেদ নকশবন্দি (রাহঃ) এর স্মৃতির পাতা থেকে “ভক্তির বিকাশ ও সদ্ সঙ্গ” শীর্ষক সেমিনার’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মো. জহুরুল ইসলাম জহর, মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, বিশেষ আলোচকের বক্তব্য রাখেন মরমী গবেষক ও আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের সেমিনার বক্তা মো. মিফতাহুল ইসলাম চৌধুরী। দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে একুশ মেলা পরিষদ চট্টগ্রামে সাবেক মহাসচিব শওকত আলী চৌধুরী সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঈছা মঞ্জিল দরবার শরীফ এর সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আফাজুর রহমান।
রাত ৯ টায় শাহসুফি মৌলানা এম কে ঈছা আহমেদ নকশবন্দি (রাহঃ) রচিত আধ্যাত্মিক নির্বাচিত সংগীত নিয়ে সুফি ঈছা মরমী সংসদের নিজস্ব কণ্ঠশিল্পী, বেতার ও টেলিভিশন শিল্পীসহ বাংলাদেশের বরেণ্য বাউলশিল্পী ফকির শাহাবুদ্দিন সংগীত পরিবেশন করবেন। এতে সমগ্র অনুষ্ঠানের সাবিক দায়িত্ব পালন করেন ডেইজি বড়ুয়া, বাউল মোজাহের, আবুল হাশেম চৌধুরী ও চৌধুরী জসীমুল হক।