করোনা শূন্য চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডায়রিয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিভিল সার্জন কার্যালয় থেকে ডেঙ্গু, করোনা ও ডায়ারিয়া সংক্রান্ত বিষয়ে পাঠানো পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
তবে গত ২৪ ঘণ্টায় জেলায় আরো ৪৯ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি ল্যাবরেটরিতে ১৬ জন ও বেসরকারি পরীক্ষাগারে ৩৮ জনের ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। হাসপাতালে ভর্তি আছেন ১১২ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৫১৩ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে ৪ হাজার ৪০১ রোগি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চট্টগ্রামে করোনা সংক্রমণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে জানা যায়, করোনা পরীক্ষার জন্য ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর চার ল্যাবরেটরিতে গতকাল চট্টগ্রামের ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন কারো শরীরে করোনারভাইরাসের সংক্রমণ মেলেনি। ফলে জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ৫০৬ জনই রয়েছে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৪৩০ জন এবং গ্রামের ৩৫ হাজার ৭৬ জন। করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৮ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩১ জন।
এদিকে, ডায়ারিয়া সম্পর্কিত প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে কর্ণফুলী ছাড়া বাকী ১৪ টিতে ১৪০ জন ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি ১৯ জন আক্রান্ত হয় হাটহাজারী উপজেলায়। একই সময়ে জেলায় সুস্থ হয়ে ওঠেছেন ১০০ জন।