ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের স্বপ্ন বুনেছিলেন থিয়াগো সিলভা ৪ বছর আগেই

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২৮, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গত দুই দশক ধরে শিরোপার দেখা পাচ্ছে না। এর আগে রাশিয়া বিশ্বকাপে তারা বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। প্রতিপক্ষ ছিল বেলজিয়াম। ওই ম্যাচ হারের পরদিনই আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছিলেন থিয়াগো সিলভা।

তার নেতৃত্বে ব্রাজিল এবার দুর্ধর্ষ একটা দল। সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই সেটা তারা প্রমাণ করেছে। আজ সোমবার রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে নামার আগে থিয়াগোর মুখে স্মৃতিচারণ। 

রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। তারপর থেকেই কাতার বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেন সিলভা, ‘যতদিন সম্ভব সর্বোচ্চ পর্যায়ে খেলার লক্ষ্য নিয়ে আমি সবসময় মাঠের বাইরে নিজের যত্ন নিয়েছি। এজন্য আমি অনেক কিছু মিস করেছি এবং নিজের জন্য বিনিয়োগ করেছি। রাশিয়ায় বেলজিয়ামের কাছে হারের পরদিন থেকেই আরও একটি বিশ্বকাপ খেলার লক্ষ্য স্থির করেছিলাম। এখন আমি তা অর্জন করেছি। ‘

সুইজারল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামলেই ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সে (৩৮ বছর) বিশ্বকাপ খেলার রেকর্ড হয়ে যাবে সিলভার। তিনি আরও বলেন, ‘আমি সবসময় কঠোর পরিশ্রম করেছি এবং নিজের ওপর বিশ্বাস রেখেছি। প্যারিস ছাড়ার সময়টা কঠিন ছিল। কারণ ওই বিষয়টায় সবকিছু জড়িত ছিল। যদিও আমি নিশ্চিত ছিলাম যে, আমার মান অক্ষুণ্ণ। তবে জানতাম, অন্যরা আমাকে নিয়ে সংশয়ে ছিল। চেলসিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটাই সঠিক ছিল, এরপর তো চ্যাম্পিয়ন্স লিগ জিতলাম। নিন্দুকদের ভুল প্রমাণ করার সঠিক পদক্ষেপ ছিল এটি। ‘