চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সাধারণ মানুষের মনে ভীতি বিভ্রান্তি সৃষ্টি করে, সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়িয়ে বিএনপি আবার পিছনের দরজা দিয়ে গদিতে বসতে চায়। বিএনপির এমন দিবাস্বপ্ন কখনো পূরণ করতে দেয়া যাবে না। দেশের মানুষকে বোকা বানিয়ে বিএনপির দেশ বিক্রির হীন প্রচেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা কখনো বাস্তবায়ন করতে দেবে না। ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের মহাসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এই সমাবেশের মধ্য দিয়ে চট্টগ্রামে আওয়ামী লীগের গণজোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ।
মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার ২৬ নভেম্বর বিকেলে নগরীর জালালাবাদস্থ একটি কমিউনিটি সেন্টারে ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো ইব্রাহিমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো ইয়াকুবের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্য নির্বাহি সদস্য মহব্বত আলী খান, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কাজী মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন জালালাবাদী, সংশ্লিষ্ট ইউনিট আওয়ামী লীগ নেতা মো হানিফ, হুমায়ুন আলম মুন্না, আবু সৈয়দ আজম,নুরুল আলম নুরু, মো ইকবাল হোসেন,আজিজুল হক মিয়া,কাজী ছগির প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে একই দিন বিকালে নগরীর মির্জারপুল এলাকায় ৮ নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আহমেদুর রহমান সিদ্দিকী, ডা. শেখ শফিউল আযম, কেবিএম শাহজাহান, কাউন্সিলর মোরশেদ আলম, মো হোসাইন, এসএম হাশেম, শাহজাহান সুফি, কমল বড়ুয়া, নাজমুল আহসান, কফিল উদ্দিন খোকন, আকতার ফারুক, প্রিয়লাল গোস্বামী, তৌহিদুল আনোয়ার, অহিদ চৌধুরী মুক্তি, আবু সাহেদ, এমকে আলম বাসেত,আনোয়ার মিয়া,মুছা শামীম, ওমর সাহেদ হিরু, মো জাহেদ, এরশাদ মুন্না, রাশেদুল আনোয়ার খান, জহির উদ্দিন সুমন, জসিম উদ্দিন খন্দকার, অহিদুল আলম সুমন,হানিফ মানিক, আবু বক্কর সিদ্দিকী, মো ওয়াজেদ প্রমুখ বক্তব্য রাখেন।