ঢাকাশুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দগাঁওয়ে ফুটন্ত কিশোর সংঘ’র উদ্যোগে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২৬, ২০২২ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন টেকবাজার এলাকায় ফুটন্ত কিশোর সংঘ’র উদ্যোগে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কালুরঘাট শাখা সহযোগীতায় অগ্নি নির্বাপক, প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্টিত হয়।

 

শুক্রবার বিকাল ৩ ঘটিকায় এই আয়োজন করে ফুটন্ত কিশোর সংঘ। উক্ত মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটন্ত কিশোর সংঘ’র সভাপতি মোঃ সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল কক্সিসটেন্স অর্গানাইজেশনের মহাসচিব, এস এম আজিজ। উদ্বোধক ছিলেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল সার্ভিস এর কালুরঘাট স্টেশন শাখার, সিনিয়র স্টেশন অফিসার, বাহার উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম আজিজ বলেন, ফুটন্ত কিশোর সংঘের এমন যুগোপযোগী আয়োজনে আমি মুগ্ধ, আশা করছি তারা সব সময় দেশের যেকোনো দুর্যোগ মুহুর্তে সাধারণ মানুষের পাশে থাকবে এবং প্রয়োজনে এই সংঘটনের নেতৃত্ববৃন্দরা আগামীতেও কাজ করে যাবে।

 

অনুষ্ঠানের উদ্বোধক বাহার উদ্দিন বলেন,  আমরা অত্র এলাকায় ফুটন্ত কিশোর সংঘ’র সাথে যৌথভাবে কাজ করতে চাই, এলাকায় সচেতনতা মূলক ক্যাম্পেইন করে ফুটন্ত কিশোর সংঘ’র মাধ্যমে স্থানীয় সমাজ কমিটির সহযোগিতা চাই। এছাড়া তিনি বলেন, জনগণের মাঝে সচেতনতা মূলক ক্যাম্পেইনে সহযোগী করার জন্য আমাদের ডিপার্টমেন্ট সব সময় প্রস্তুত।

 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ সাদ্দাম হোসেন বলেন, দীর্ঘ একযুগ ধরে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের সংঘটনের সকল সদস্যরা দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন।  তিনি বলেন, তারা প্রয়োজনে নিজেকে সবসময় উজাড় করে দিতে প্রস্তুত রয়েছে

আমি সংঘটনের সভাপতি হিসেবে আপনাদের আশ্বস্ত করছি, আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমরা আপনাদের জন্য আজীবন কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এসময় অনুষ্ঠানে ফুটন্ত কিশোর সংঘ’র অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মহিউদ্দীন, হিমু , এহসান হাবিব, বাপ্পী, ফাহিম, মাহিন, তাসিন, খালেদ,আসিফ, আনাস, সায়েম, সালাউদ্দিন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যারা