ঢাকামঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুইসদের বিপক্ষে ছিটকে গেলেন নেইমার; গ্রুপ পর্বে অনিশ্চিত!

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২৫, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

ব্রাজিল সুপারস্টার নেইমারকে কড়া ট্যকল করে আহত করাই যেন প্রতিপক্ষ দলগুলোর টার্গেট হয়ে দাঁড়িয়েছে। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলে জয় পাওয়া ম্যাচেও নেইমার ৯বার ফাউলের শিকার হয়েছেন। শেষ পর্যন্ত তার গোঁড়ালি মচকে যায়। মাঠ ছাড়তে হয় নেইমারকে।

ডাগ আউটে বসে তাকে কাঁদতে দেখা যায়। তখনই শঙ্কা জাগে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন তো নেইমার?

 

আশঙ্কার কিছুটা হলেও সত্যি হলো।  দলটির চিকিৎসক রদ্রিগো লাসমারকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে আগামী সোমবারের ম্যাচে খেলতে পারবেন না নেইমার। শুধু তাই নয়, ব্রাজিল ডিফেন্ডার দানিলোও এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। লাসমার বলেছেন, ‘তারা সামনের ম্যাচ নিশ্চিতভাবেই মিস করবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাদেরকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসা দেওয়া হবে যাতে তারা আবারও বিশ্বকাপে খেলতে পারে। ‘

লুসাইল স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ১২টি ফাউল করে সার্বিয়া। এর নয়টিই করা হয় নেইমারকে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া ১৮ ম্যাচে এটাই একজন খেলোয়াড়ের বিপক্ষে সর্বোচ্চ ফাউলের ঘটনা। নেইমারের চোটের অবস্থা নিয়ে লাসমার আরও বলেছেন, ‘নেইমারের এমআরআই করানোর পর আমরা উভয়ের গোড়ালির লিগামেন্টে চোট খুঁজে পেয়েছি। ‘ এদিকে ব্রাজিলের কিছু গণমাধ্যম দাবি করছে, ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচেও খেলতে পারবেন না নেইমার!