ঢাকাশুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চকবাজারে আগুনে পুড়ল জুতার শো রুম

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২৩, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বাটার শো-রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে এ ঘটনায় আশপাশের দোকানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বলেন, ‘রাত ১২টা ১৫ মিনিটের দিকে চকবাজারের বাটার শো-রুমে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের চারটি গাড়ি কাজ করে। কোনো হতাহত হয়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।’