ঢাকাশনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, শিশুসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২১, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কায় নারী-শিশুসহ ১২ জন নিহত হয়েছে। রোববার রাতে রাজ্যটির বৈশালী জেলার দেসরি থানা এলাকায় এ ঘটনা ঘটে।

আজ সোমবার কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বৈশালীর পুলিশ সুপার মনীশ কুমার বলেন, বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দেসরি থানা এলাকায় রোববার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। ‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক ধর্মীয় নেতার আশ্রমে শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন পূর্ণার্থীরা। শোভাযাত্রাটি রাস্তার পাশে একটি ‘পিপল’গাছের সামনে জড়ো হয়। একপর্যায়ে দ্রুতগামী ট্রাক শোভাযাত্রাটির ওপরে উঠে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এছাড়া ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার খবরকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে আখ্যায়িত করেছেন।