চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউসুফ খান (৩৬) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । আজ রবিবার সন্ধ্যায় সাতটার দিকে এক নাম্বার ওয়ার্ডের বটতলা এলাকায় অবস্থিত মৃদুলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এ এই নৃশংস ঘটনা ঘটে ।
সীতাকুণ্ড যুবলীগের নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, যারা যুবলীগ কর্মী ইউসুফ কে হত্যা করেছে তারা প্রত্যেকেই যুবলীগের সক্রিয় রাজনীতীর সাথে জড়িত এবং তারা ইউসুফের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন । ইট -বালু -সিমেন্ট- সাপ্লাই ও মাটিকাটা ব্যবসার সাথে জড়িত ছিলেন নিহত ইউসুফ ও তার হত্যাকারীরা । পূর্বে ইউসুফের সাথে তাদের হৃদ্যতা থাকলেও ৩ মাস পূর্ব থেকে তাদের মধ্যে বড় ধরনের বিরোধ ঘটে । এর ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ড বলে মনে করছেন সীতাকুণ্ড যুবলীগের নেতা-কর্মীরা । হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এই ঘটনার সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করে নি । তবে সীতাকুুন্ড থানা সূত্রে জানা গেছে, এই হত্যাকান্ডের সাথে কারা জড়িত তা বের করতে সীতাকুণ্ড পুলিশের একটি টিম কাজ করছে ।