ঢাকাসোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সমাজসেবক ও পল্লী চিকিৎসক অজিত চক্রবর্তীর পরলোকগমন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২০, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম জেলার আমিরাবাদ উপজেলার বণিকপাড়া নিবাসী সমাজসেবক পল্লী চিকিৎসক অজিত চক্রবর্তী (৭০) ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় পরলোকগমন করেছেন।গত ১১ দিন পূর্বে শ্বাসকষ্ট জনিত অসুস্থতা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি পরবর্তী চিকিৎসাধীন অবস্থায় গতকাল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, পুত্রবধু, জামাতা, নাতি- নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সদস্য রাজীব চক্রবর্তী ও ব্যবসায়ী নিহার চক্রবর্তীর গর্বিত পিতা। গতকাল রাতেই গ্রামের বাড়ি উত্তর আমিরাবাদের বণিক পাড়াস্থ পারিবারিক শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।