ঢাকাশনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘মেসিকে বলেছি আমরা চ্যাম্পিয়ন হব’

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২০, ২০২২ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০২ সালের পর থেকে বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি তারা। ২০ বছরের সেই আক্ষেপ এবার ঘুচাতে চান নেইমার। 

কাতারে বিশ্বকাপ খেলতে গিয়ে নেইমার জানালেন ট্রফি জয়ের জন্যই এখানে এসেছি।

ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, আমি খুশি, আমি ইদানিং ক্লাবে খুব সুখে আছি। এ কারণেই আমার মনে হচ্ছে, আমি খুব ভালোভাবেই তৈরি।

নেইমার এর আগে ব্রাজিলের হয়ে ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপ খেলেছেন। ২০১৪ সালে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে হেরে বিদায় নেয় ব্রাজিল। আর ২০১৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়।

কাতার বিশ্বকাপটি নেইমারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। যে কারণে এবার ট্রফি জিততে মরিয়া হয়ে খেলবে তার দল।

নেইমার বলেন, বিশ্বকাপ নিয়ে মেসির সঙ্গে কমই কথা হয়েছে আমার। ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল বা ফাইনাল হবে কি না, কখনো কখনো আমরা এ নিয়ে আলোচনা করি। আমি মেসিকে বলেছি আমরা চ্যাম্পিয়ন হব এবং আমি তাকে হারাব। এটা বলার পর আবার আমরা দুজনই হাসি।