ঢাকামঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সঙ্গে বসছে গণতন্ত্র মঞ্চ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২০, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক। মঙ্গলবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংলাপ।

সরকারবিরোধী রাজনৈতিক মোর্চা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার সকালে টেলিফোনে যুগান্তরকে বলেন, সংলাপে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপি জোটের সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ সংলাপে অংশ নেবেন।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপি যখন রাজপথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন সমমনা দলগুলোর সঙ্গে এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।