ঢাকাশুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে মেরিডিয়ানের নির্মাণাধীন বহুতল ভবনে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২০, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের দামপাড়ায় মেরিডিয়ানের নির্মাণাধীন বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।

রবিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটায় দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক কমকর্তা বলেন, দুপুরে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে আগুন লাগার খবরের ভবনের আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকার বহু অফিস ভবন থেকে বেরিয়ে মানুষ রাস্তায় নেমে আসে। এতে করে কিছুক্ষণের জন্য সড়কে যানজট দেখা দেয়।