পলোগ্রাউন্ডে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে নতুন করে সাজছে নগরী। বিশেষ করে প্রধানমন্ত্রী যে দিক দিয়ে নগরীতে প্রবেশ করবেন ও জনসভা শেষ করে ঢাকায় ফিরে যাবেন সেসব এলাকাকে বেশ গুরুত্ব দিয়ে রঙিন করে তোলা হচ্ছে। দিন-রাত কাজ করছেন চসিকের পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে ঠিকাদাররা।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাটিয়ারি থেকে ক্যান্টনমেন্ট হয়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজ আসবেন। সেখান থেকে পলোগ্রাউন্ডে জনসভা স্থলে যাবেন। এই কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর এসব এলাকাকে নতুন রঙে সাজিয়ে তোলা হচ্ছে। নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারসহ পলোগ্রাউন্ডের জনসভার স্থলে প্রবেশের চারপাশের এলাকা এবং সড়ক বিভাজকগুলোকেও নতুন করে রঙ করা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। ৫টি জোনে ৫ জন ঠিকাদারের নেতৃত্বে নগরীতে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সড়ক বিভাজক এবং ফ্লাইওভারসহ প্রতিটি পিলার রঙ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হচ্ছে। একই সাথে সরকারের বড় বড় মেগা প্রকল্পসহ উন্নয়নের চিত্রসহ এলইডি বসনো হয়েছে। এসব ডিজিটাল স্ক্রিনগুলোতে প্রধানমন্ত্রীর ছবিসহ বড় বড় মেগা প্রকল্পগুলোর চিত্র প্রদর্শিত হচ্ছে।
লালখান বাজারের মোড় থেকে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের উপরে উঠে
দেখা গেছে রেলিংয়ের উভয় পাশে বিভিন্ন স্পটে নতুন করে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
এদিকে দীর্ঘদিনের ভাঙাচোরা বিমান বন্দর সড়কটিও মেরামত করা হচ্ছে।