ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসলাম, সা. সম্পাদক সুমন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১৮, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে ২৬ বছর পর নতুন মুখ পেলো ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন।

এ সময় তিনি আগামী নির্বাচনে নৌকার জয়লাভে সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিকল্প নেই বলে মন্তব্য করেন। স্বাধীনতাবিরোধী পরাশক্তি ও অগ্নিসন্ত্রাস নির্মূলে সাধারণ জনগণ নৌকায় ভোট দিবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলন শেষে মো. আসলামকে সভাপতি ও জিয়াউল হক সুমনকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে তৃণমূলের নেতাকর্মীদের পদায়ন করায় খুশি নেতাকর্মীরা।