ঢাকাশনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্ধ টুইটার অফিস

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১৮, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাময়িক বন্ধ থাকবে টুইটার অফিস। গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) কর্মীদের এ বিষয়ক মেইল পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক।

২১ নভেম্বর পুনরায় কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে ওই ই-মেইল বার্তায়। একইসঙ্গে সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদমাধ্যমে কোম্পানির অভ্যন্তরীন বিষয়ে আলোচনা না করতে কর্মীদের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ইলন মাস্কের এমন আন্টিমেটামের পর টুইটার থেকে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেকে। দায়িত্ব গ্রহণের পর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই, কর্মঘণ্টা বাড়ানোসহ নানা সিদ্ধান্তের জেরে ব্যাপক ক্ষতির মুখে এই সামাজিক যোগাযোগমাধ্যম। দিনে ৪০ লাখ ডলার হারাচ্ছে বলে জানিয়েছেন ইলন মাস্ক নিজেই।