রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর মাধ্যমে এই রুটে বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় শাহ মখদুম বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচলের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
প্রথম দিনে সকাল ১০টা ৫০ মিনিটে ৭০টি সিটে ৭০ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় নভোএয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় দেশে যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে।
তারই ধারাবাহিকতায় রাজশাহীর সাথে কক্সবাজারের নতুন ফ্লাইট চালু করা হলো। এতে রাজশাহীর সাথে দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে যাতায়াতে আগের চেয়ে বহুগুণ সময় কম লাগবে।
অনুষ্ঠানে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হলো। যদি প্রয়োজন হয় সপ্তাহে আরো একটি ফ্লাইট আমরা চালু করব। ’
এর আগে গত ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে রাসিক মেয়রের এক সভায় রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ১২টায় কক্সবাজারে পৌঁছবে। প্রতি সপ্তাহে রবিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে বিকেল ৫টা ৫ মিনিটে রাজশাহীতে এসে পৌঁছবে। এই রুটে সর্বনিম্ন ভাড়া পাঁচ হাজার ৯০০ টাকা।