প্রেস বিজ্ঞপ্তিঃ
১৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকাল ৩ টায় লাভ লেইনস্থ চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন অডিটরিয়ামে এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার পীড়িত মানুষের মহান নেতা মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাষানীর ৪৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ভাষানী সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রামের আহ্বায়ক সাথী উদয় কুসুম বড়–য়া’র সভাপতিত্বে সদস্য সচিব এম শাহজান সাহিল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট এ এস এম বদরুল আনোয়ার। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জাহেদুল করিম কচি, গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের আহ্বায়ক বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ মারুপ হাসান রুমি। এতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আবু জাফর চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী,ইদ্রিস আলী, আজমত আলী বাহাদুর, এম নুরুল হুদা, সুজন পাশা, দিদারুল ইসলাম, ওবাইদুল আকবর রোমান, জিএম মোরশেদ, মহিউদ্দিন মাসুদ, এস.এম. লোকমান, সৌরভ প্রিয় পাল, আব্দুল হক, জিয়াউদ্দিন, মোসলেহ উদ্দিন, আইয়ুব খান জনি, জাশেদ খান জাসু, ফজলুল করিম, সাজ্জাদ হোসেন হৃদয়, লিমন চৌধুরী বাপ্পা, রায়হান উদ্দিন, সাফায়েত রাকিব, নাজিম উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন-৬৯’র গণআন্দোলনের শিক্ষা ধারণ করে এ ফ্যাসিবাদ শাসক উৎখাতের মধ্যদিয়ে মাওলানা ভাষানীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব।