ঢাকাশুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অক্টোবর মাসে শ্রেষ্ঠ থানা কোতোয়ালী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১৭, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

অপরাধ দমনসহ পুলিশি কার্যক্রমে গত অক্টোবর মাসে শ্রেষ্ঠ থানার স্থান অর্জন করেছে কোতোয়ালী থানা। শ্রেষ্ঠ টিম হয়েছে টিম কোতোয়ালী। একই সাথে অক্টোবর মাসে ভালো কাজের জন্য কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির, এসআই মোহাম্মদ মোমিনুল হাসান, এসআই নয়ন বড়ুয়া স্বীকৃতি পেয়েছেন।

গতকাল মাসিক অপরাধ সভায় কোতোয়ালী থানা, টিম কোতোয়ালী এবং স্বীকৃতিপ্রাপ্ত অফিসারদের পুরস্কার প্রদান করা হয়। পুলিশ কমিশনার কৃঞ্চ পদ রায় পুরস্কার তুলে দিয়ে সামনের দিনগুলোতেও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।