নগরের পতেঙ্গা ও বন্দরটিলা এলাকা থেকে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ সময় সড়ক ও ফুটপাতে দোকানের অংশ বর্ধিত করায় তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অভিযানে অংশ নেন ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম।
চসিক সূত্রে জানা গেছে, তিনটি সড়কে এ অভিযান পরিচালিত হয়। এগুলো হচ্ছে স্টিল মিল বাজার সংলগ্ন সাইলো খাল পাড় সড়ক, রিফাইনারি সড়ক, হাউজিং কলোনি সড়ক এবং বন্দরটিলা এলাকার ফুটপাত। সাইলো সড়কের অর্ধেকজুড়ে অবৈধ দখলে নিয়ে গড়ে উঠা একটি কাঁচাবাজারসহ দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়কটি এবং খাল দখল করে গড়ে উঠা টেইলার্স, মুদি ও মোবাইল সরঞ্জামসহ বিভিন্ন নিত্যপণ্যের কাঁচা ও টিন শেডের পাকা দোকানও রয়েছে উচ্ছেদের তালিকায়। একই ধরনের দোকান ছিল হাইউজিং কলোনি ও রিফাইনারি সড়কে। সেখান থেকে উচ্ছেদ করা হয় অর্ধশতাধিক। এছাড়া বন্দরটিলা সড়ক ও ফুটপাত থেকে উচ্ছেদ করা হয় ৪০টি দোকান। অভিযানে স্টিল মিল বাজারের একটি আলুর আড়তের মালিকসহ তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম দৈনিক আজাদীকে বলেন, অনেক বড় অভিযান ছিল। চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। এখানে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলের কারণে পথচারীদের চলাচল প্রতিবন্ধকতার অভিযোগ দীর্ঘদিনের। তিনি বলেন, বেপজা কলোনিতে কিছুদিন আগে অভিযান চালিয়েছিলাম। সেখানে দোকানপাটগুলো আবার বসে যায়। এরকম ৩০-৩৫টি দোকানও উচ্ছেদ করি অভিযানে।