ঢাকাবৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিশো-মেহজাবীনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

বিনোদন ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১৬, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

দুঃখ প্রকাশ করেও রেহাই পেলেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার তাদের সহ ছয়জনকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

‘ঘটনা সত্য’ নাটকে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক’ শব্দ ব্যবহার করার অভিযোগে রিভিশন তাদের আদালতে হাজির হওয়ার জন্য এ সমন জারি করা হয়।

বুধবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান রিভিশন মামলা গ্রহণ করে আসামিদের ২৫ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

নিশো ও মেহজাবীন অভিনীত ঈদের নাটক ‘ঘটনা সত্য’। নাটকটির শেষ অংশে বলা হয়েছে, ‘প্রতিবন্ধী শিশু পাপের ফল’। এ নিয়েই সমালোচনা শুরু হয়।

নাটকটি নিয়ে তীব্র সমালোচনার জেরে সেটি তৎক্ষনাৎ সরিয়ে ফেলা হয় ইউটিউব থেকে। দর্শকদের অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় সেসময় দুঃখ প্রকাশ করেছিলেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরীসহ নাটক সংশ্লিষ্ট সবাই।