চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে ছয় কেজিরও বেশি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা দুবাই থেকে আসা ওই ফ্লাইটের সিটের নিচ থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা দামের স্বর্ণের ৫৬টি বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমস বিষয়টি নিশ্চিত করেছে। কাস্টমস সূত্র জানায়, চট্টগ্রাম বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার একটি দল আজ (শনিবার) সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করেন।
সূত্র জানায়, চব্বিশ ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের জানালার পাশের ৪ জে সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।