সারাদেশে টিসিবির ফ্যামিলি কার্ডে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হলেও চট্টগ্রামে শুরু হচ্ছে সোমবার থেকে। এবার চট্টগ্রামে টিসিবির ফ্যামিলি কার্ডে ভর্তুকি মূল্যে পণ্য পাচ্ছেন ৫ লাখ ৩৫ হাজার পরিবার। তবে এবারের পণ্যের তালিকায় পেঁয়াজ নেই। শুধুমাত্র চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল পাবেন। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বরাদ্দের ভিত্তিতে মহানগরী এলাকায় ওয়ার্ড কাউন্সিলররা এলাকা ভিত্তিক তালিকা তৈরি করে যাদের কার্ড দিয়েছেন শুধুমাত্র তারাই টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য পাবেন।
টিসিবি চট্টগ্রাম অফিস থেকে জানা গেছে, একজন ভোক্তা ৫৫ টাকায় ১ কেজি চিনি, ৬৫ টাকা করে ২ কেজি মসুর ডাল এবং ১১০ টাকা করে ২ লিটার সয়াবিন তেল পাবেন। এ ব্যাপারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রাম অঞ্চলের সহকারী কার্যনির্বাহী ও ভারপ্রাপ্ত অফিস প্রধান মো. হাবিবুর রহমান আজাদীকে জানান, ঢাকাসহ সারাদেশে ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম। আমাদের চট্টগ্রামে সোমবার থেকে শুরু হবে। চট্টগ্রামে যে কয়দিন বিলম্বে শুরু হয়েছে-সেটা শেষের দিকে সমন্বয় করে দেয়া হবে। চট্টগ্রাম মহানগরীতে ৩ লাখ এবং ১৫ উপজেলায় ২ লাখ ৩৫ হাজারসহ মোট ৫ লাখ ৩৫ হাজার কার্ডধারী নিম্ন আয়ের পরিবার সোমবার থেকে মাসব্যাপী টিসিবির ন্যায্যমূল্যের পণ্য পাবে। এবার পেঁয়াজ নেই। শুধু চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল পাবেন কার্ডধারীরা। এ ব্যাপারে টিসিবির ডিলার মালিক সমিতি চট্টগ্রামের সভাপতি মো. কামরুল ইসলাম রাশেদ বলেন, টিসিবির নভেম্বর মাসের ফ্যামিলি কার্ডের পণ্য বিক্রি কার্যক্রম সারাদেশে গতকাল
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। চট্টগ্রামে এখনো শুরু হয়নি। আমরা এখনো বরাদ্দপত্র পায়নি। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমরা ডিলারদেরকে বরাদ্দপত্র দেওয়ার পর বিক্রয় কার্যক্রম শুরু হবে। চট্টগ্রামে আগামী বরি-সোমবারে শুরু হবে। আগের মতো ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলররা যাদের কার্ড দিয়েছেন শুধুমাত্র সেই সব কার্ডধারীরাই টিসিবির পণ্য পাবেন।