ঢাকাশুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঋণ নিয়েছি ঘি খাওয়ার জন্য নয় : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১১, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আইএমএফ জানে শেখ হাসিনা সময়মতো ঋণ শোধ করে। সে জন্য ঋণ দিয়েছে। আমরা ঋণ নিয়েছি ঘি খাওয়ার জন্য নয়। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে বিদেশি ঋণ গিলে খাবে, গণতন্ত্র গিলে খাবে।

সুযোগ পেলে বাংলাদেশও গিলে খাবে।

 

আজ শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, আগুনসন্ত্রাসের বিরুদ্ধে, ভুয়া ভোটারতালিকা প্রণয়নকারীদের বিরুদ্ধে। সবাই তৈরি হয়ে যান, এবার জবাব দেওয়া হবে।

যুব মহাসমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। খালেদা জিয়া ও তারেক জিয়া নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ তারা সাজাপ্রাপ্ত আসামি। বঙ্গবন্ধুকন্যার সহানুভূতির কারণে খালেদা জিয়া বাসায় থাকতে পারছেন। কিন্তু আমরা চাই, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানো যাবে না।

বিএনপির নেতাদের উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, আপনার নেতাকর্মীরা কি শেখ হাসিনার উন্নয়ন ব্যবহার থেকে বিরত থেকেছেন? পারেননি। শেখ হাসিনার উন্নয়ন উপেক্ষা করতে পারবেন না। আমি বলতে চাই, শেখ হাসিনার উন্নয়ন সবার জন্য। শেখ হাসিনার উন্নয়ন ব্যবহার করতে আপনারা বাধ্য। সড়কপথে এক্সপ্রেসওয়ে বা ছয় লেনের সড়কে গেলে সেটাও শেখ হাসিনার উন্নয়ন। ’

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘আমাদের মাথাপিছু আয় এখন ২৮০০ ডলারেরও বেশি। দেশের অর্থনীতি ভারতের চেয়েও ভালো। বাংলাদেশের অর্থনীতিকে বলা হচ্ছে, এশিয়ান টাইগার। এটা আমরা বলছি না, বিশ্ব অর্থনীতিবিদরা বলছেন। বর্তমানে বৈশ্বিক মন্দা চলছে। এ পরিস্থিতিতে সব কিছুর দাম বেড়েছে। সবার কষ্ট হচ্ছে। তবে বৈশ্বিক মন্দার কারণে এ সমস্যা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা খুব শিগগির এ সমস্যা কাটিয়ে উঠব। ’

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘পারস্পরিক দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের কাছে সরকারের উন্নয়ন এবং বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড তুলে ধরতে হবে। আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল যেন ক্ষমতায় না আসতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।