ঢাকাসোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর জনসভার স্থান পলোগ্রাউন্ড পরিদর্শনে নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১০, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর জনসভার স্থান পলোগ্রাউন্ড পরির্দশন করেছেন কেন্দ্রীয় নেতারা। গতকাল বুধবার নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের জনসভাকে সফল করার লক্ষ্যে যৌথ প্রতিনিধি সভা শেষে বিকালে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামের নেতাদের নিয়ে পলোগ্রাউন্ড পরিদর্শন করেন। এসময় তারা মাঠের সার্বিক অবস্থা ঘুরে ঘুরে দেখেন এবং পুরো মাঠজুড়ে কতো লোকসমাগম হবে, কতোটি মাইক এবং প্রবেশ পথ কয়টি হবে তার একটি ধারণা নেন।

মাঠ পরির্দশনকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।