নেপালে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (৯ নভেম্বর) ভোর রাতের ভূমিকম্পে ছয়জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় কর্মকর্কাদের বরাতে রয়টার্স জানিয়েছে, নেপালের ডোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ার পরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ডোটির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভোলা ভাট্টা বলেছেন, ভূমিকম্পে আটটি ভাড়ি ধসে পড়েছে।
এই ঘটনায় ছয়জন মারা গেছেন এবং আরো পাঁচজন আহত হয়েছেন।
২০১৫ সালে দুটি বড় ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ মারা যায় দেশটিতে। ওই ভূমিকম্পে একটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এর ধাক্কা লাগে দেশটির অর্থনীতিতে। অর্থের অংকে সে হিসাব ৬ বিলিয়ন ডলারের কাছাকাছি। সেই ধাক্কা কাটিয়ে উঠতে এখনো লড়ছে দেশটি।