ঢাকাশুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে ৬০ হাজার টাকা জরিমানা আদায়

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৮, ২০২২ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাঁশখালী উপজেলার পৌর সদরের জলদি, মিয়াবাজার, শীলকূপের টাইম বাজারে খাদ্যপণ্য উৎপাদনকারী বিভিন্ন বেকারিতে আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, প্রক্রিয়াজাতকরণ, লেভেলবিহীন খাদ্যপণ্য বাজারজাতকরণ, খাদ্যদ্রব্য মানব শরীরের জন্য ক্ষতিকারক অ্যামোনিয়া ও অপরিশোধিত আয়োডিনবিহীন লবণ উচ্চ মাত্রায় ব্যবহার করায় চারটি বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় মোট ৬০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

জরিমানা দেয়া প্রতিষ্ঠানগুলো হলো পৌরসদর জলদি’র আল্লাহর দান বেকারি ২০ হাজার টাকা, টাইম বাজারের আমানত বেকারি ১০ হাজার টাকা, মিয়া বাজারের মায়ের দোয়া বেকারি ১০ হাজার টাকা ও একতা বেকারি ২০ হাজার টাকা।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “স্বাস্থ্যসন্মত খাবার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।