ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পলোগ্রাউন্ডে স্মরণকালের বৃহত্তম জনসভা করতে চায় আ. লীগ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৮, ২০২২ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

পলোগ্রাউন্ডে আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভা করতে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নিজস্ব উদ্যোগের পাশাপাশি যৌথ প্রস্তুতিও শুরু করেছে। আগামীকাল বুধবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যৌথ প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে। প্রতিনিধি সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি প্রধান অতিথি থাকবেন বলে নগরী ও জেলার নেতারা জানিয়েছেন। আগামীকালের যৌথ প্রতিনিধি সভায় তিন জেলার প্রায় আট শতাধিক নেতা উপস্থিত থাকবেন বলে মহানগর ও জেলার নেতারা জানিয়েছেন।

প্রতিনিধি সভায় উত্তর ও দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি, নগরীর ৪৩ ওয়ার্ড ও ১৫ থানা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক, উত্তর ও দক্ষিণ জেলার ১৯০টি ইউনিয়ন, ১২টি পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক, ১৫ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের আট অঙ্গ ও দুই সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা মিলে প্রায় আট শতাধিক নেতা উপস্থিত থাকবেন।

আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের জনসভায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এমন ঘোষণার পর থেকেই মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ব্যাপক তৎপরতা শুরু করেছে। এদিন বড় ধরনের শোডাউন করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যৌথ প্রতিনিধি সভায় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হবে বলে জানান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

তিনি জানান, আমরা প্রধানমন্ত্রীর জনসভাটি স্মরণকালের বৃহত্তম সভা করতে চাইছি। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আমরা মহানগর ও জেলার সভাপতি-সাধারণ সম্পাদকরা বসেছিলাম। সেখানে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। যৌথ প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন তৃণমূলের দায়িত্বশীল নেতারা। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত থাকবেন। এ সভার মধ্যদিয়েই প্রধানমন্ত্রীর জনসভার সর্বাত্মক প্রস্তুতি শুরু হবে। মঙ্গলবার আমরা দক্ষিণ জেলা আওয়ামী লীগ বর্ধিত সভা আহ্বান করেছি। আমরা নিজ উদ্যোগে জেলা থেকে প্রস্তুতি নিচ্ছি।