ঢাকামঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাতানো বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৬, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

ল্যাংটন রুসেরে লিখে গুগলে সার্চ দিলে যে লিংকগুলো সামনে আসে, সবই তাঁর ভুলের খবর। কবে কোন ম্যাচে আম্পায়ার হিসেবে তিনি ভুল করেছেন, সেসবের তালিকা। আজকের আগে দক্ষিণ আফ্রিকান এই আম্পায়ার সম্পৃক্ত ছিলেন এই বিশ্বকাপেরই অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের এক ভুলের সঙ্গে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় একটা ওভার ৫ বলেই শেষ করে দিয়েছিলেন তিনি ও পাকিস্তানের আম্পায়ার আলিম দার।

রুসেরে এ রকম অনেক ভুল আগেও করেছেন, যে তালিকায় সর্বশেষ সংযোজন আজ টেলিভিশন আম্পায়ার হিসেবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে দেওয়া এলবিডব্লু। সাকিবের ওই ভুল আউটের পরই যেন বাংলাদেশের ব্যাটিংয়ের সুরটা কেটে যায়। ১ উইকেটে ৭৩ রান থেকে মুহূর্তেই বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৭৩!

অন্যায় সিদ্ধান্তের শিকার হয়ে অধিনায়কের ফিরে যাওয়ার পর আর ঘুরে দাঁড়ানো হয়নি বাংলাদেশের। এরপর মাত্র ৫৩ রানে পড়েছে আরও ৫ উইকেট। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৭ রান করে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস।