ঢাকারবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সমাবেশ শেষের পর ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৬, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির মহাসমাবেশ শেষ হওয়ার পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সেই সাথে ভোলা-বরিশাল রুটে চলছে স্পিডবোট। তবে অভ্যন্তরীণ রুটে এখনো লঞ্চ চলাচল শুরু হয়নি

এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার (৫ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নথুল্লাবাদ থেকে কোনো দূরপাল্লার বা আন্তঃজেলা বাস ছাড়বে না বলে জানিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির সভাপতি গোলাম মাশরেক বাবলু।

তবে এরইমধ্যে অনেককে কাউন্টার থেকে পরের দিনের টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।

মহাসড়কে থ্রি-হুইলার ও অটোরিকশার অবাধ চলাচল বন্ধের দাবিতে শুক্রবার (৪ নভেম্বর) থেকে শুরু হওয়া ধর্মঘট শেষে রওবিবার সড়কে এসব যান ফের চলাচল করতে দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নদী নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, সুন্দরবন-১১, প্রিন্স আওলাদ ও পারাবত-১৮ লঞ্চগুলো রাতে বরিশাল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

তবে বরিশাল লঞ্চ মালিক সমিতির সদস্য সাইফুল ইসলাম পিন্টু জানান, এসব লঞ্চে যাত্রীর সংখ্যা কম।