বাংলাদেশ-ভারত ম্যাচের পর দুইটি বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে। একটি হলো কোহলির ‘ফেইক ফিল্ডিং’, অপরটি ভেজা মাঠে খেলা। সাবেক পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদির মতে, ভারতকে সেমিতে তুলতে বাংলাদেশকে ভেজা মাঠে খেলিয়েছে আইসিসি। আফ্রিদির এই কথার জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি।
বৃষ্টির পর খুব দ্রুত মাঠে নামতে হয় বাংলাদেশের। মাঠ তখনো পুরোপুরি শুকায়নি। এই জায়গাটাতেই আপত্তি ছিল আফ্রিদির। এক টিভি অনুষ্ঠানে পাক তারকা বলেছিলেন, ‘টিভিতেই দেখা গেছে সাকিব এ বিষয়ে (ভেজা মাঠ) কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন। ’
আফ্রিদির এই মন্তব্যের জবাব দিতে গিয়ে বিসিসিআই সভাপতি বিনি বলেছেন, ‘এটা ঠিক নয়। আমার মনে হয় না, আইসিসি আমাদের পক্ষ নেয়। সবাইকে সমান চোখেই দেখে আইসিসি। তাই ওই অভিযোগের কোনো সুযোগই নেই। অন্য দলগুলোর চেয়ে আমরা বেশি কী পেয়ে থাকি? ভারত ক্রিকেটের বড় শক্তি হতে পারে, কিন্তু সবাইকে সমান চোখেই দেখা হয়। ’