ঢাকাশুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জানা গেল ‘কারাগার ২’–এর মুক্তির তারিখ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৫, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

গত আগস্টে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছিল চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’–এর প্রথম কিস্তি। এর পর থেকেই আলোচনায় ছিল সিরিজটি। বাংলাদেশ তো বটেই, পশ্চিমবঙ্গেও ব্যাপক জনপ্রিয় হয় সিরিজটি। ‘কারাগার’-এর দ্বিতীয় পর্ব কবে মুক্তি পাবে, সেটি জানতে দর্শকের যেন তর সইছিল না। আগামী ডিসেম্বরে ‘কারাগার’-এর দ্বিতীয় কিস্তি যে মুক্তি পাবে, সেটি আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল, মুক্তির তারিখও।

সিরিজের মুক্তির তারিখ নিয়ে দর্শকের কৌতূহলের অবসান ঘটিয়েছেন সিরিজটির পরিচালক সৈয়দ আহমেদ শাওকী নিজেই। তিনি প্রথম আলোকে জানান, চলতি বছরের ১৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘কারাগার’–এর দ্বিতীয় পর্ব

এর আগে ‘কারাগার ২’-এর মুক্তির তারিখ জানা যায় হইচইয়ের আরেকটি সিরিজ ‘বোধ’-এর মাধ্যমে। ৪ নভেম্বর অমিতাভ রেজা পরিচালিত এই ওয়েবসিরিজের শেষ পর্বের শেষ দৃশ্যের পর পর্দায় দেখানো হয় ‘কারাগার ২’ মুক্তির তারিখ।

‘কারাগার’-এর গল্প জেলখানার রহস্যময় এক কক্ষে হঠাৎ আবির্ভূত এক কয়েদিকে নিয়ে, যে কিনা কথা বলতে পারে না। ইশারা ভাষার মাধ্যমে নিজেকে মীরজাফরের খুনি বলে দাবি করে সে! এই রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট পাকতে থাকে। সিরিজে রহস্যময় সেই কয়েদির ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, যিনি সংলাপ ছাড়া শুধু মুখভঙ্গি দিয়ে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘কারাগার’–এ অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু প্রমুখ।