ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ৫ রানে হারের ম্যাচে বাংলাদেশের কষ্টটা আরো বাড়িয়ে দিয়েছে কোহলির ‘ফেইক ফিল্ডিং’। এর জন্য ৫ রান পেতে পারত সাকিব আল হাসানরা। তবে এই বিষয়টিকে অজুহাত হিসেবে ধার করাতে নারাজ টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।
আজ সংবাদ সম্মেলনে ‘ফেইক ফিল্ডিং’ প্রসঙ্গে শ্রীরাম বলেন, ‘আমরা কোনো অজুহাত দিতে চাই না। এটি (ফেইক ফিল্ডিং) ঘটার পরপরই আমি চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু আমাদেরকে জানানো হলো যে এটা মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। যাইহোক, আমরা কোনো অজুহাত দিচ্ছি না। ’
শ্রীরামের মতে, ভারতের বিপক্ষে ওই ম্যাচ থেকেও শিখেছে বাংলাদেশের ক্রিকেটাররা। তিনি বলেন, ‘আমার মনে হয় ভারতকে হারানোর মতো একটা জায়গায় চলে গিয়েছিলাম আমরা। কিন্তু প্রতিদিন লাইনটা ক্রস করতে পারব না। তবে এত কাছে আসা ছেলেদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আমার মনে হয় শেষ অবধি মাত্র পাঁচ রানে হারার পর, ড্রেসিং রুমে সবাই হতাশ ছিল। তারা বুঝতে পেরেছে কত বড় সুযোগ হারিয়েছে। এটা তাদের জন্য অনেক বড় শিক্ষা। ’