ঢাকাশুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সীমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি সদস্যসহ আহত ২

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৪, ২০২২ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর ধামুরহাট সীমান্তে চোরাকারবারির ছুরিকাঘাতে ক্যাম্পের নায়েক সুবেদার মজিবর হোসেন জখম হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করেছে বিজিবি। এ সময় অপর জখম সোর্স তারেককে প্রথমে পত্নীতলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। আজ শুক্রবার ভোর রাত ৩টার দিকে বস্তাবর শাখাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বস্তাপুর ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন শাখাহাটি বাজার এলাকায় টহল দেন। রাতের কোনো এক সময় সম্ভবত রাত ৩টার দিকে চোরাকারবারির সক্রিয় একটি দল বিজিবির নায়েক সুবেদার মজিবর হোসেন ও সোর্স তারক রহমানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে বিষয়টি জানাজানি হলে ১৪ বিজিবি ব্যাটেলিয়ন গুরুতর জখম সুবেদার মজিবর হোসেনকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়।

 

১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন জানান, আমরা সম্পূর্ণ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এখন সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।