ঢাকামঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল যেতে বিএনপি নেতাকর্মীদের ভরসা মাছ ধরার ট্রলার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৪, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

ভোলা-বরিশাল নৌপথে লঞ্চ, স্পিডবোট ও সড়কে বাস ধর্মঘটের কারণে শনিবার বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দিতে ভোলার চরফ্যাশন উপজেলার বিএনপি নেতাকর্মীদের এখন ভরসা মাছ ধরার ট্রলার। বুধবার ভোলা-বরিশাল রুটে লঞ্চ বন্ধ হওয়ার পর থেকেই চরফ্যাশন থেকে অর্ধশতাধিক মাছ ধরার ট্রলার বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিষয়টি নিশ্চত করেন চরফ্যাশন দক্ষিণ আইচা থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব নাজিম।

চরফ্যাশন উপজেলা বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে তারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন।

কিন্তু বুধবার যখন বরিশালগামী লঞ্চ ও স্পিডবোট বন্ধ করে দেওয়া হয় তখন তারা বিকল্প চিন্তা করেন। পরে তারা বিকল্প পন্থায় চরফ্যাশনের মনপুরা থেকে মাছ ধারার ট্রলারে বরিশালের উদ্দেশ্যে রওনা করেন।

 

দক্ষিণ আইচা থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবিব নাজিম জানান, দক্ষিণ আইচা, চর কুকরিমুকরি ও ঢালচর ইউনিয়ন থেকে প্রায় ৩০টির অধিক মাছ ধরার ফিসিংবোট ইতোমধ্যে বরিশাল পৌঁছেছে। দলীয় নেতাকর্মীদের জন্য ট্রলারেই ঘুম ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেকোনো মূল্যে তারা বরিশালের সমাবেশ সফল করতে প্রস্তুত বলে জানান তিনি।

ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর অভিযোগ করে বলেন, বরিশালে বিএনপির গণসমাবেশে যাতে দলীয় নেতাকর্মীরা যেতে না পারে সে জন্য সরকার জোরপূর্বক মালিকদের দিয়ে যানবাহন বন্ধ রেখেছে। কিন্তু এতেও বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। ভোলা থেকে ইতোমধ্যে হাজার হাজার বিএনপির নেতাকর্মী বিকল্প উপায়ে বরিশালে চলে গেছেন। সরকারের কোনো বাধাই কাজে আসবে না।