ঢাকাশুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘দুই দিনের দুনিয়া’ দেখতে দর্শকের উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৪, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকদের জন্য আজ শুক্রবার বাংলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণিল উৎসবের আয়োজন করা হয়। উদ্‌যাপনের অংশ হিসেবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’ দুটি চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করে। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সকাল ১০টায় ‘টান’ এবং বেলা ২টা ৩০ মিনিটে ‘দুই দিনের দুনিয়া’ প্রদর্শন করা হয়।

চলচ্চিত্র দুটি দেখতে দর্শকের উপচে পড়া ভিড় ছিল সকাল থেকেই। বিশেষ করে দুপুরে ‘দুই দিনের দুনিয়া’ ওয়েব ফিল্মটি হলের সিঁড়িতে বসে, পেছনে দাঁড়িয়ে দর্শকেরা উপভোগ করেন। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ওয়েব ফিল্মটি বিনা মূল্যে দর্শকদের দেখানোর ব্যবস্থা করেছিল ‘চরকি’। চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব ফিল্মটি দেখার জন্য বেলা একটার আগে থেকেই আসতে থাকেন দর্শক। দুইটার পর মিলনায়তনের দরজা খোলার কথা থাকলেও দর্শকের চাপে তার আগেই খুলে দেওয়া হয়।

হলে উপস্থিত ছিলেন ওয়েব ফিল্মটির পরিচালক অনম বিশ্বাস, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মৌসুমী হামিদ ও ওয়েব ফিল্মটির ‘টেকা পাখি’ গানের কণ্ঠশিল্পী মাশা ইসলাম।

ছবিটি শুরুর আগে স্টেজে মাশা ‘টেকা পাখি’ গানটি গেয়ে শোনান। এর আগে সকালে ‘টান’ ছবিটি দেখানো হয়। তখনো হাউসফুল ছিল। সেই সময় পরিচালক রায়হান রাফি উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে স্টলও বসিয়েছিল চরকি। সেখানে চরকির সাবস্ক্রিপশন সারপ্রাইজ গিফট ছিল। সকাল থেকেই সাবস্ক্রিপশন করতে স্টলে দর্শককে ভিড় করতে দেখা যায়। সেখানে দিনভর পাঠকদের ছবি তুলতেও দেখা যায়।