ঢাকাসোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩০০ আসনে সিসি ক্যামেরা বসানো সম্ভব নয় : ইসি আহসান হাবীব খান

নিউজ ডেস্ক । সিটিজি পোস্ট
নভেম্বর ৩, ২০২২ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা লাগানো সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবীব খান। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আহসান হাবীব খান বলেন, ‘বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সংসদ নির্বাচনে ৩০০ আসনে সিসি ক্যামেরা লাগানো সম্ভব নয়। সময় বলে দেবে কত জায়গায় ব্যবহার করতে পারি। ইচ্ছা থাকলেও সব জায়গায় সিসি ক্যামেরা বসানো সম্ভব হবে না।’ ভোটে অংশ নিতে আইনিভাবে উপযুক্ত হতে হবে।

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে তাঁকে আইনি কাঠামোয় ‘ফিট’ (উপযুক্ত) হতে হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গতকাল ঢাকায় নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত দেন।

খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সিইসি বলেন, ‘আপনি দাঁড়ান বা যিনি দাঁড়াবেন আমরা আইনানুগভাবে দেখব। আমাদের তো কিছু আইনি কাঠামো আছে, ম্যাট্রিক্স (ছাঁচ) আছে; যে আপনি দাঁড়াতে চাইলে আপনাকে সে ম্যাট্রিক্সের মধ্যে ‘ফিটিং’ (খাপ খাওয়া) করতে হবে। ওই দিক থেকে অবস্থানটা কী হবে আমরা এখনো জানি না। এ বিষয়ে আমরা কোনো মন্তব্যই করতে চাই না। ’

বিএনপি চেয়ারপারসন গত সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সাজাপ্রাপ্ত হওয়ার কারণ দেখিয়ে রিটার্নিং অফিসাররা সেই মনোনয়নপত্র বাতিল করেন। পরে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হলে সেটিও খারিজ করে দেয় তৎকালীন নির্বাচন কমিশন।

 

স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম দেখেনি ইসি

এদিকে গতকাল বুধবার অনুষ্ঠিত স্থানীয় সরকারের শতাধিক নির্বাচনের বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সহিংসতা, ভোট চুরি বা কারচুপি—এ ধরনের কোনো দৃশ্য আমরা দেখিনি। কোনো অভিযোগও পাইনি। আমরা এখানে পৌরসভার নির্বাচনগুলো ‘মনিটরিং’ করেছি। ’

গাইবান্ধা উপনির্বাচনের প্রতিবেদন নিয়ে বৈঠক হয়নি

গাইবান্ধার বন্ধ ঘোষিত নির্বাচন নিয়ে সিইসি বলেন, ‘অনিয়ম তদন্তের প্রতিবেদন দুই দিন হলো পেয়েছি। ওটা নিয়ে আমরা বসতে পারিনি। কাজেই কিছুই এখনো বলতে পারব না। ওটা আলাদা করে দেখতে হবে। পরে নিজেদের মধ্যে আলোচনা করে আপনাদের বিস্তারিত জানাতে পারব। ’

জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা স্বাগত

সিইসি বলেছেন, সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিদেশি পর্যবেক্ষকদের উদারভাবে স্বাগত জানানো হবে। তিনি বলেন, ‘যারা আগ্রহী তাদের ভিসা পেতে হবে। এর সঙ্গে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের সরকার স্বচ্ছ নির্বাচন চায়। সে ক্ষেত্রে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে।’