ঢাকাশনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির বৈঠকে হাতাহাতি, ধাওয়া-পাল্টাধাওয়া

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৩, ২০২২ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর দক্ষিণ শাখার কলাবাগান ও ধানমণ্ডি থানা কর্মসভায় বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এবং রবিউল ইসলাম রবির অনুসারীদের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।

মহানগর দক্ষিণ বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা জানান, ঢাকা-১০ আসনে দুটি গ্রুপ। একটি গ্রুপের নেতৃত্ব দেন নির্বাহী কমিটির সদস্য ও ধানমণ্ডি থেকে ধানের শীষ প্রতীকে উপনির্বাচনে অংশ নেওয়া বরিউল ইসলাম রবি।

অপর গ্রুপের নেতৃত্ব দেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

 

তিনি আরো জানান, বৃহস্পতিবার ছিল কলাবাগান ও ধানমণ্ডি থানা বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের কর্মী সভা। এই সভার উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট থানা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের মধ্যে ঐক্য ফেরানো। কিন্তু সেই ‘ঐক্যের বৈঠকে’ বরিউল ইসলাম রবি বক্তব্য দিতে গেলে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের অনুসারীরা কটূক্তি করেন। এরপর অসীমের বক্তব্যের সময় রবির অনুসারীরাও করেন। এই নিয়ে পরিস্থিতি ঘোলাটে হওয়া শুরু হয়।

মিটিং শেষ পর্যায়ে স্লোগানকে কেন্দ্র উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে জানান ওই নেতা।

কর্মী সভায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবীউল্লাহ নবী, ইউনুস মৃধা, ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্যসচিব খন্দকার এনামুল হক এনাম, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউদ্দিন সেন্টু প্রমুখ।