ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের বিপক্ষে খেললেই এমন হয় : সাকিব

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

ভারতের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়ে হেরেছে বাংলাদেশ। বুধবার অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মাত্র ৫ রানে হারে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, ভারতের বিপক্ষে খেললেই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘ভারতের বিপক্ষে খেললেই এমন হয়।

আমরা খুব কাছাকাছি চলে যাই, কিন্তু জিততে পারি না। দারুণ একটি ম্যাচ ছিল। দর্শকরা খুবই উপভোগ করেছে, দু’দলই উপভোগ করেছে। দিনশেষে কেউ জেতে কেউ হারে। ’

 

২৭ বলে ৬০ রানের ইনিংস খেলা লিটন দাসের ব্যাটিংয়ে মুগ্ধ সাকিব, ‘লিটন সত্যিই দুর্দান্ত ব্যাটিং করেছে, সে আমাদের সেরা ব্যাটার। পাওয়ার প্লেতে সে যেভাবে ব্যাট করছিল, ভেবেছিলাম ম্যাচটি আমরা জিতব। ’

তাসকিনের ওভার শুরুতেই শেষ কারণও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দ্রুত উইকেট তোলে নিতেই এমনটি করেছেন তিনি, ‘আমাদের পরিকল্পনা ছিল দ্রুত ভারতের টপ অর্ডরের ব্যাটারদের ফেরানো। তাই তাসকিনকে দিয়ে বোলিং করিয়ে গেছি। সে আমাদের মূল বোলার।