জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, খাদ্যের অভাবে কখনো দুর্ভিক্ষ হয় না, দেশে দুর্ভিক্ষ হয় গণতন্ত্র না থাকলে। গণতন্ত্র না থাকলে বৈষম্য সৃষ্টি হয়, সেই বৈষম্য থেকে হয় দুর্ভিক্ষ। দেশে এখন কোনো গণতন্ত্র নেই, গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলছে। সে কারণে দুর্ভিক্ষ আসতে পারে।
গতকাল রবিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে পার্টি আয়োজিত ‘উপজেলা দিবসের’ আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
জাতিসংঘের খাদ্যবিষয়ক একটি প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বিশ্বের ৪৫টি দেশে খাদ্যসংকট হবে। এর মধ্যে এশিয়ার ৯টি আর দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে। ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে জ্বালানি তেল কিনতে পারছে না দেশ। বিদ্যুতের অভাবে কৃষকরা সেচ দিতে পারবেন না। আবার বিশ্বব্যাপী সারের দাম বেড়ে যাওয়ায় উচ্চমূল্যে সার কিনতে পারবেন না কৃষকরা। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছরই খাদ্যশস্য নষ্ট হয়। তাই দুর্ভিক্ষ ঠেকাতেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র এলে সুশাসন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।