ঢাকাসোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজেকে টুইটারের সিইও ঘোষণা করলেন মাস্ক, ভাঙলেন পরিচালনা পর্ষদ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

এবার টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিজের নাম ঘোষণা করলেন টেসলা সিইও ইলন মাস্ক। স্পেসএক্সের শীর্ষ নির্বাহী এই ধনকুবের গতকাল সোমবার টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন বলেও জানা গেছে।

 

গত বৃহস্পতিবার ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠান টুইটার কেনার পর নিজেকে চিফ টুইট ঘোষণা করেছিলেন মাস্ক। এবার তিনি পৃথক নথিতে নিজেকে টুইটার পরিচালনা পর্ষদের একমাত্র ব্যক্তি এবং সিইও হিসেবে ঘোষণা করেছেন। খবর রয়টার্সের।

 

নথিতে উল্লেখ করা হয়, মালিকানা সূত্রে ইলন মাস্কই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার পরিচালনা পর্ষদের একমাত্র সদস্য। এতে আগের সিইও পরাগ আগারওয়ালসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয়, আগের পরিচালনা পর্ষদে থাকা এইসব ব্যক্তিরা আর থাকছেন না।

 

এতদিন একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করছিলেন ইলন মাস্ক। এবার যুক্ত হলো টুইটারও।

 

চলতি বছরের এপ্রিল মাস থেকেই নেটিজেনদের মুখে মুখে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের টুইটার কিনতে চাওয়ার খবরটি চাউর হয়। পরের মাসেই শোনা যায়, টুইটার কেনার পরিকল্পনা থেকে সাময়িকভাবে সরে এসেছেন মাস্ক।

 

এর কারণ হিসেবে এই ধনকুবের জানান, টুইটারে কতগুলো ভুয়া অ্যাকাউন্ট রয়েছে, তার প্রকৃত তথ্য তাকে দেয়া হয়নি। এসব তথ্য না পেলে টুইটার কিনবেন না তিনি।

 

বিষয়টি নিয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে মাস্কের বাদানুবাদ শুরু হয়। এক পর্যায়ে মাস্ক টুইটার কিনতে গড়িমসি শুরু করেন। পরে টুইটার কর্তৃপক্ষ আদালতে তার বিরুদ্ধে মামলা করে। ইলন মাস্কও আইনি মারপ্যাঁচে মামলার কার্যক্রম দেরি করানো থেকে শুরু করে নানা কৌশল নেন। তবে গত ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের চ্যান্সেরি আদালত এক রায়ে জানান, চলতি বছরের ২৮ অক্টোবরের মধ্যেই টুইটার কিনতে হবে ইলন মাস্ককে এবং এটি কিনতে হবে পূর্ব প্রতিশ্রুত ৪৪ বিলিয়ন (৪ হাজার ৪০০ কোটি) ডলারেই।

 

অবশেষে আদালতের সেই রায় মেনে সময়সীমা পেরোনোর এক দিন আগেই টুইটার কিনে নেন মাস্ক। এরপরই ঘুরে যায় টুইটার নিয়ে আলোচনার মোড়। টুইটারের নিয়ন্ত্রণ নিয়েই মাস্ক বরখাস্ত করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল এবং আইন ও নীতিবিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকে।