চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪৬টি নমুনা পরীক্ষা করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। তবে এদিনও ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি।
সোমবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে আরও জানা যায়, চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে ৬ জন মহানগরীর বাসিন্দা এবং ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৩৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মহানগরীর বাসিন্দা ৯৪ হাজার ৩৭৬ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছে ৩৫ হাজার ৫৮ জন।
এপর্যন্ত করোনায় চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।