নগরীর অক্সিজেন এলাকার অরিন্দম সর্বজনীন মৈত্রী বিহারের দানোত্তম কঠিন চীবর দানোৎসব গতকাল শুক্রবার ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। দানোৎসবে প্রধান অতিথি চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম বৈচিত্রময় সংস্কৃতির আধার। চট্টগ্রামে ভূ-প্রাকৃতিক বৈচিত্রতা যেমন রয়েছে তেমনি এখানে নানা সমপ্রদায়ের মানুষ এখানে বসবাস করে। সমপ্রীতির বন্ধন বিনষ্ট করতে একটি মহল বার বার অপচেষ্টা চালিয়েছে।
যারা এ ধরনের অপতৎপরতা চালাতে চায়, তাদেরকে বঙ্গবন্ধুর বাংলাদেশে কখনোই ছাড় দেয়া হবে না। বঙ্গবন্ধুর বাংলাদেশ অসামপ্রদায়িকতা তীর্থভূমি। সামপ্রদায়িক সহিংসতা ও মৌলবাদের স্থান বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বাংলাদেশে কখনোই হবেনা।
স্মৃতিধর ড. শীলানন্দ মহাথেরর সভাপতিত্বে আশীবার্দক ছিলেন জিনালংকার মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন, মেত্তাবংশ মহাথের, বিশেষ অতিথি ছিলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি বোর্ডের সদস্য মিথুন বড়ুয়া, অধ্যাপক ড. মাসুম চৌধুরী, কাউন্সিলর শফিকুল ইসলাম, মো. কফিল উদ্দিন, সত্যজিত বড়ুয়ার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, অধ্যক্ষ জ্ঞালালংকার থের, অতিথি ছিলেন, মো. ইলিয়াছ খান মিলন, মো. গোলাম মোস্তাফা, মোজাম্মেল হোসেন মায়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।