ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে নতুন ১২ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২২, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ১২ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ৯ দশমিক ৬০ শতাংশ। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এ তথ্য মিলে।

 

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরিতে গতকাল ১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ৭ জন ও দুই উপজেলার ৫ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৪ জন ও আনোয়ারায় একজন রয়েছেন।

 

 

জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৯ হাজার ৪১৫ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৩৬৪ জন ও গ্রামের ৩৫ হাজার ৫১ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

 

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৩ ও গ্রামের একজনের সংক্রমণ ধরা পড়ে। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১ জনের নমুনা পরীক্ষায় শহরের একজন জীবাণুবাহক শনাক্ত হন। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৭ নমুনায় হাটহাজারী উপজেলার ৪ টিতে ভাইরাস পাওয়া যায়।