ঢাকামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দূর্ঘটনায় ঝরল পুলিশ কর্মকর্তার প্রাণ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১৯, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জয়নাল আবেদীন (৩৪) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার মুলাডুলি হাইওয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত জয়নাল আবেদীন নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।

 

পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার সার্নাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে আমরা দুর্ঘটনার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তায় পরে থাকা মরদেহটি উদ্ধার করি।

 

ওসি আরও জানান, মোটরসাইকেল যোগে মুলাডুলি হয়ে ঈশ্বরদী যাচ্ছিলেন নিহত জয়নাল। তাকে বহনকারী মোটরসাইকেলটি মুলাডুলি শেখ পাড়া এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক আসা একটি বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

ওসি আশিষ কুমার সার্নাল জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে আটক করার জোড় তৎপরতা চলছে। নিহতের ব্যাগ থেকে পরিচয়পত্র পাওয়ার পর তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলেই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।