ঢাকাশুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একদলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হবে না : ডা. শাহাদাত হোসেন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১৮, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দমন, নির্যাতন- নিপীড়, মামলা- হামলা, গ্রেফতার করে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। এক দলীয় সরকারের অধীনে এই দেশে আর কোন নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।

তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে। জনগণের অধিকার আদায়ের রাজপথে আছে বিএনপি। জনগণকে সাথে নিয়ে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, আদায়ের বিএনপি আর পিচ পা হবে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আজ সব কিছুর মূল্য দিগুন থেকে তিন গুণে বেড়েছে। মানুষ আর দিশেহারা।

 

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে গত ১২ই অক্টোবর বিএনপির বিভাগীয় গণ-সমাবেশকে কেন্দ্র করে বাকলিয়ায় বিভিন্ন নেতৃবৃন্দের বাসায় পুলিশি হয়রানি তল্লাশি ও গ্রেফতারকৃত বিএনপি নেতা ইয়াকুব খান বাবু, যুবদল নেতা আব্দুল কাদের, মোহাম্মদ সাঈদের পরিবারের খোঁজখবর নিতে ছুটে যান এবং পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, এই সরকার ১০ টাকায় চাল খাওয়াবে বলে, ঘরে ঘরে চাকরি দিবে বলে ক্ষমতায় এসেছে। অথচ তা না করে দীর্ঘ ১৩ বছরের ধরে জনগণের টাকা লুটপাট করেছে। আর এখন বলছে আগামী বছর ২০২৩ সালে দুর্ভিক্ষ হবে। জনগণ এই দুর্ভিক্ষ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দুর্ভিক্ষের কথা বলে জনগণকে আবার ধোকা দিতে চায়। দুর্ভিক্ষের আগে এ সরকারকে পদত্যাগ করতে হবে।

 

জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। যারা দেশের সম্পদ লুটপাট করেছে, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই সমস্ত লুটপাট কারীদের জনগণ ক্ষমা করবে না বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ন আহবায়ক ইয়াসিন চৌধুরীর লিটন, গাজী সিরাজ উল্লাহ, নগর বিএনপির সাবেক নেতা ইয়াসিন চৌধুরীর আসু, বাকলিয়ার থানা বিএনপির সিনিয়র সিনিয়র সহ-সভাপতি এম,আই চৌধুরী মামুন, নগর বিএনপির সাবেক সহ সম্পাদক ইউনুস চৌধুরী হাকিম