ঢাকাসোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইন্টারপোল সম্মেলনে ভারত যাচ্ছেন আইজিপি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১৭, ২০২২ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ভারতের নয়াদিল্লিতে এই সম্মেলন ১৮ থেকে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

সম্মেলনে চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আইজিপি।

আইজিপিকে ডিএমপির সংবর্ধনা

গতকাল সকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সংবর্ধনা প্রদান করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজারবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।