ঢাকাশুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চলন্ত বাস থেকে ধাক্কা, চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যাত্রীর

স্টাফ রিপোর্টার | সিটিজি পোস্ট
অক্টোবর ১৫, ২০২২ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ‘৮ নম্বর’ পরিবহনের একটি বাস থেকে আবু সায়েম মুরাদ (৩৬) নামে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক মো. শাহ আলম (৪৫) ও হেলপার মোহনকে (২২) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। পরে ওই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নিহত যাত্রী মুরাদ মতিঝিল থেকে অফিস শেষ করে আট নম্বর বাসে করে ফেরার সময় হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কি হয়। যাত্রাবাড়ীতে গিয়ে বাস থেকে নামার সময় হেলপার মুরাদকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি অন্য আরেকটি গাড়ির চাকার নিচে পড়ে যান। এতে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন মুরাদ। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় উপস্থিত অন্য যাত্রী ও স্থানীয়রা বাসের চালক ও হেলপারকে পিটুনি দিয়ে আমাদের কাছে সোপর্দ করেছেন। ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছেন তারা।

নিহত মুরাদ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।আহত চালক-হেলপারকে চিকিৎসা দিয়ে থানায় পাঠানো হয়েছে।