ঢাকাসোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলীতে জাহাজডুবি : আরও ২ জনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১৫, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

কর্ণফুলী নদীতে জাহাজডুবির ঘটনায় নিখোঁজ আরও দুই জনের লাশ উদ্ধার হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় জাহাজের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করেন নৌ-পুলিশের সদস্যরা।

 

এরা হলেন জাহাজের গ্রিজার (ইঞ্জিন রুমে ইঞ্জিনিয়ারের সহকারী) প্রদীপ এবং লসকর রাকিবের বাবা মোতালেব। মারা যাওয়া মোতালেব ছেলের কাছে বেড়াতে এসেছিলেন। চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ওসি একরাম উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, গত মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন এলাকায় ‘এফবি মাগফিরাত’ ডুবে যায়। এই জাহাজে মোট ২১ জন ছিলেন। ১৩ জন জেটিতে উঠতে সক্ষম হলেও সাত জন ডুবে যান।

এ ঘটনায় বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নদীর নতুন সেতু ও পতেঙ্গা এলাকা থেকে মোট পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়। বাকি দু’জনের লাশ জাহাজের ভেতর থেকে আজ শনিবার উদ্ধার করা হলো। উদ্ধার হওয়া দুই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

এর আগে উদ্ধার হওয়া পাঁচ জনের লাশ স্বজনদের হস্তান্তর করা হয়। তারা হলেন—ওই জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা সাইফুল ইসলাম, ফিশ মাস্টার জহির উদ্দিন ও ডক কর্মচারী রহমত আলী।